ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...

চট্টগ্রামে ধর্মঘট, সড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ তিনদফা দাবিতে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এই পরিপ্রেক্ষিতে  খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ।

রবিবার (২৮ এপ্রিল) ভোর ৬টা থেকে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রেখেছে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ।

চট্টগ্রাম থেকে রাঙামাটিতে যাওয়ার জন্য সকালে খাগড়াছড়ি বাসস্টেশনে ফয়সাল নামে একজন লোক আসেন। তারপর তিনি জানতে পারেন তিনদফা দাবিতে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এদিকে যানবাহন না পাওয়ায় তীব্র গরমে দুর্ভোগে পড়েছে এই সড়কে চলাচলকারীরা।

এই ধর্মঘটের ফলে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি চলাচল করতে লোকজনের অসুবিধা হচ্ছে। প্রতিদিন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ৯০টি ও খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে ১৮টি যাত্রীবাহী বাস চলাচল করে। এই দুটি সড়কে অন্তত ৬ হাজার যাত্রী বাসে চলাচল করে।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী বলেন যে, ‘বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা আমাদের মৌখিকভাবে বাস চলাচল বন্ধের জন্য নির্দেশ দিয়েছে। আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত যাত্রী পরিবহন বন্ধ থাকবে।’ একইভাবে ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামগামী যাত্রীরা।’

দীঘিনালার বাসিন্দা আজমল বলেন, ‘ব্যবসায়িক কাজে চট্টগ্রামে যাওয়ার জন্য এসেছি। কাউন্টারে আসার পর জানতে পেরেছি ধর্মঘটের ফলে যাত্রীবাহী যান চলাচল বন্ধ।’

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামে ধর্মঘট, সড়কে যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ তিনদফা দাবিতে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এই পরিপ্রেক্ষিতে  খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ।

রবিবার (২৮ এপ্রিল) ভোর ৬টা থেকে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রেখেছে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ।

চট্টগ্রাম থেকে রাঙামাটিতে যাওয়ার জন্য সকালে খাগড়াছড়ি বাসস্টেশনে ফয়সাল নামে একজন লোক আসেন। তারপর তিনি জানতে পারেন তিনদফা দাবিতে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এদিকে যানবাহন না পাওয়ায় তীব্র গরমে দুর্ভোগে পড়েছে এই সড়কে চলাচলকারীরা।

এই ধর্মঘটের ফলে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি চলাচল করতে লোকজনের অসুবিধা হচ্ছে। প্রতিদিন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ৯০টি ও খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে ১৮টি যাত্রীবাহী বাস চলাচল করে। এই দুটি সড়কে অন্তত ৬ হাজার যাত্রী বাসে চলাচল করে।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী বলেন যে, ‘বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা আমাদের মৌখিকভাবে বাস চলাচল বন্ধের জন্য নির্দেশ দিয়েছে। আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত যাত্রী পরিবহন বন্ধ থাকবে।’ একইভাবে ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামগামী যাত্রীরা।’

দীঘিনালার বাসিন্দা আজমল বলেন, ‘ব্যবসায়িক কাজে চট্টগ্রামে যাওয়ার জন্য এসেছি। কাউন্টারে আসার পর জানতে পেরেছি ধর্মঘটের ফলে যাত্রীবাহী যান চলাচল বন্ধ।’