ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...

নেই ‘সুসংবাদ’: মে জুড়ে চলবে তাপপ্রবাহ, কালবৈশাখীর সম্ভাবনা

দেশে তাপপ্রবাহ দিন দিন বাড়াছে। বিপর্যস্ত জনজীবন। মে মাসের শুরুতে দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশজুড়ে চলবে গরম এবং শুকনো গ্রীষ্মের বাতাস। এমন তথ্যই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের একমাত্র আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাটি বলছে, ‘আগামী মাসের শুরুতে সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তখন ওই দুই বিভাগে গরমের কষ্ট কমে আসতে পারে। তবে তা সাময়িক।

এদিকে চলতি মাসে উত্তরাঞ্চলের জেলাগুলোতে রাজধানীসহ ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের মত তাপপ্রবাহ না থাকলেও মে মাসের পুরো সময়জুড়ে উত্তরেও গরমের তীব্রতা বেশি থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।’

আবহাওয়াবিদেরা বলছেন, ‘চলতি মাসের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। এ সময়ে দিনে গরম তো থাকছেই, রাতেও যে তপ্ত বাতাস বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, ‘বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশের অন্তত ১৪টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ হয়ে গেছে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেছে। অর্ধেকের বেশি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।’

আবহাওয়াবিদ আবুল কালাম বলেন, ‘এপ্রিল ও মে এমনিতেই সবচেয়ে উষ্ণ মাস। পূর্ব এশিয়ার, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া হয়ে লাওস পর্যন্ত। আর এশিয়া বাংলাদেশ থেকে ভারত হয়ে দক্ষিণ এশিয়ার ও আফগানিস্তান পর্যন্ত তাপপ্রবাহ হবে।’

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নেই ‘সুসংবাদ’: মে জুড়ে চলবে তাপপ্রবাহ, কালবৈশাখীর সম্ভাবনা

আপডেট সময় : ১২:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

দেশে তাপপ্রবাহ দিন দিন বাড়াছে। বিপর্যস্ত জনজীবন। মে মাসের শুরুতে দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশজুড়ে চলবে গরম এবং শুকনো গ্রীষ্মের বাতাস। এমন তথ্যই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের একমাত্র আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাটি বলছে, ‘আগামী মাসের শুরুতে সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তখন ওই দুই বিভাগে গরমের কষ্ট কমে আসতে পারে। তবে তা সাময়িক।

এদিকে চলতি মাসে উত্তরাঞ্চলের জেলাগুলোতে রাজধানীসহ ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের মত তাপপ্রবাহ না থাকলেও মে মাসের পুরো সময়জুড়ে উত্তরেও গরমের তীব্রতা বেশি থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।’

আবহাওয়াবিদেরা বলছেন, ‘চলতি মাসের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। এ সময়ে দিনে গরম তো থাকছেই, রাতেও যে তপ্ত বাতাস বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, ‘বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশের অন্তত ১৪টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ হয়ে গেছে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেছে। অর্ধেকের বেশি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।’

আবহাওয়াবিদ আবুল কালাম বলেন, ‘এপ্রিল ও মে এমনিতেই সবচেয়ে উষ্ণ মাস। পূর্ব এশিয়ার, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া হয়ে লাওস পর্যন্ত। আর এশিয়া বাংলাদেশ থেকে ভারত হয়ে দক্ষিণ এশিয়ার ও আফগানিস্তান পর্যন্ত তাপপ্রবাহ হবে।’